ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রিশালের নতুন এসিল্যান্ড এরশাদ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ত্রিশালের নতুন এসিল্যান্ড এরশাদ উদ্দিন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড/ভূমি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব (পিএস) এরশাদ উদ্দিন।

সোমবার (০১ জানুয়ারি) সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এ পদে যোগ দেন। ৩৩তম বিসিএস’র এ কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান নিজ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সন্ধ্যায় বাংলানিউজকে এরশাদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (০২ জানুয়ারি) তিনি ত্রিশাল উপজেলায় নিজ কর্মস্থলে যোগ দেবেন। নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করেন।  

নতুন এসিল্যান্ড বলেন, ত্রিশাল উপজেলা এসিল্যান্ড অফিস থাকবে দালাল ও প্রতারকমুক্ত। জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।