ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিস্তল-গুলিসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
গাজীপুরে পিস্তল-গুলিসহ আটক ১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ মীর মোশারফ আক্তারুজ্জামান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকা মীর মোশারফ আক্তারুজ্জামানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা।

এ সময় ওই বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি, ১২ বোতল বিদেশি মদ ও মদ বিক্রির ২ লাখ ৩৩ হাজার ২৭৬ টাকাসহ মীর মোশারফ আক্তারুজ্জামানকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।