ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
পঞ্চগড়ে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের হেলিপোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের হেলিপোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকার দবির উদ্দীনের ছেলে আব্দুল মজিদ (৩৫) এবং দিনাজপুরের বীরগঞ্জ পঁচিশ মাইল এলাকার ইরফান আলী (৪০)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় শহর থেকে মোটরসাইকেলে জগদল বাজারে যাওয়ার পথে পঞ্চগড় সদর উপজেলার হিলিপোর্ট এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইরফান আলীর মৃত্যু হয়।  

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ট্রাক চাপায় ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।