ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



আগুনে ওষুধ, মুদি-মনোহারি, বই, স্টেশনারি, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের ২০-২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

চিতলামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বাংলানিউজকে জানান, বাগেরহাট সদর, পাশ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং পিরোজপুরের নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।