বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ওষুধ, মুদি-মনোহারি, বই, স্টেশনারি, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের ২০-২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
চিতলামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বাংলানিউজকে জানান, বাগেরহাট সদর, পাশ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং পিরোজপুরের নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪