ঢাকা, শনিবার, ২৮ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

আজু শিকদার, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গোয়ালন্দে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মানদীর চরাঞ্চলসহ ফসলী জমিতে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠের পর মাঠ চোখ জুড়ানো হলুদের সমাহার।



উপজেলা কৃষি অফিস জানায়, এবার সাড়ে ৫শ’ হেক্টর স্থানীয় এবং ২শ’ হেক্টর উফশী জাত মিলিয়ে মোট সাড়ে ৭শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় সরিষার বাম্পার ফলন হবে। উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকার কৃষক আ. বারেক (৪৫), সালাম সরদারসহ (৪০) অনেকেই জানান, এ বছর তারা সরিষার বাম্পার ফলন আশা করছেন। এক বিঘা জমিতে মাত্র ১৫শ’ থেকে ২ হাজার টাকা পর্যন্ত উৎপাদন ব্যয় হয়েছে।

তারা জানান, বিঘায় ৪-৫ মন পর্যন্ত ফলন হতে পারে। মাত্র ৩ মাসের ফসল হওয়ায় সরিষার জমিতে তারা অনায়াসে ধানের আবাদ করতে পারবেন। এ কারণে এ এলাকায় প্রতিবছর সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে।

দেবগ্রাম এলাকার কৃষক হামিদ মিয়া (৪০), ছোট ভাকলা এলাকার কৃষক শুকুর আলী (৫৫) জানান, সরিষা আবাদে জমি অনেক বেশি উর্বর থাকে। এতে করে পরবর্তী ধান, পাটসহ যেকোনো ফসলের ফলন অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন, অনুকূল আবহাওয়া থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। শুধু বীজ উৎপাদনের জন্য প্রচলিত জাতগুলো থেকেও উন্নত জাতের বেশ কিছু প্রদর্শনী প্লট করা হয়েছে। এর গাছের আকার অত্যন্ত ছোট, স্বল্প সময়ে অধিক উৎপাদন এবং তেল উৎপাদন গড়ে ২০/২৫ শতাংশ বেশি হওয়ায় এ জাতটি আবাদ করলে কৃষকরা বেশি লাভবান হবেন।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘন্টা, ৩১ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।