খুলনা: মুক্তিযোদ্ধা মোঃ খেজের আহমেদ (বীরপ্রতীক) ব্রেইন স্ট্রোক করে হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত ইন্টার্নি ডাক্তার ছাড়া কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তার কাছে আসেননি।
এদিকে অর্থ সংকটের কারণে দেশের একজন শ্রেষ্ঠ বীর সন্তানের প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছে খেজের আহমেদের পরিবার।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর কমিটির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান। তিনি তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এদিকে খুলনা মহানগর বিএনপির নেতারা এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা খেজের আহমেদের চিকিৎসার জন্য বোর্ড গঠন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়ার দাবি জানা।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেঝো ভাই, জলিল খান কালাম, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪