গাজীপুর: জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় রুমি আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে রুমি অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস আত্মহত্যা করেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ এন এম শামসুল হুদা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এলাকাবাসী জানান, বগুড়ার কাহালু থানার পাবহারা এলাকার মৃত রহমানের মেয়ে রুমি আক্তার (১৩) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার
জাহাঙ্গীরের কলোনীতে তার মায়ের সঙ্গে ভাড়ায় থেকে সিনাবহ উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় নিহতের মা তার লাশ দেশের বাড়ি কাহালু নিয়ে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪