ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে দুই পথচারী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
না.গঞ্জে দুই পথচারী গুলিবিদ্ধ ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ছ‍ুঁড়া গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় স্থানীয় এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশের ছুঁড়া এলোপাথাড়ি গুলিতে দুইজন গুলিবিদ্ধ হন।



গুলিবিদ্ধ দুইজন হলেন- গার্মেন্ট শ্রমিক জাহিদ (৩২) ও দিনমজুর সোলেমান (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকাতে একটি মাল্টিপারপাসের দুই পরিচালক সাগর ও শাহজালালের গাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রিন্স পরিবহনের একটি বাসের চালককে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সময়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে জাহিদ ও সোলেমান নামের দুই পথচারী গুলিবিদ্ধ হন।

তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন রাউন্ড গুলি করেছিল।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।