ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে পরিত্যক্ত দু’টি অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
আশাশুনিতে পরিত্যক্ত দু’টি অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুটিমারি এলাকা থেকে ওয়ান শ্যুটার গান ও রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।



আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, পুটিমারি এলাকার সিরাজউদ্দিন বাড়ির পাশে ঘের খননকালে মাটির নিচে আগ্নেয়াস্ত্র দু’টি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে অস্ত্র দু’টি উদ্ধার করে।

অস্ত্র দু’টি জং ধরা ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।