ঢাকা: রাজধানীর গুলশানে অবৈধভাবে আমদানি করা নেসলে কোম্পানির বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে র্যাব এবং বিএসটিআই-এর সহায়তায় অভিযান চালিয়ে এসব শিশুখাদ্য জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মাঈনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৯৮ টিন নেসলে গুঁড়ো দুধ, যার ওজন ৫১৯ কেজি, নন ইনফ্যান্ট নেসলে ৩০ টিন, যার ওজন ২৪ কেজি জব্দ করা হয়।
এসব পণ্যের মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা বলেও জানান কাস্টমস কর্মকর্তা। নেসলে কোম্পানির এই গুঁড়ো দুধগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছিলো বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪