ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, ডিসেম্বর ৩০, ২০১৪
রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধ প্রত্যাহার ছবি: সংগৃহীত

গাইবান্ধা: শ্রমিক মারধরের প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ করে রাখার পর তা প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।



এর আগে বিকেল পৌনে ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শহরের মায়ামনি-থানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় শ্রমিকরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্থানীয় ঢাকা কোচ কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন পৌর শহরের প্রধানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে রাশেদ মিয়া (২৫) ।

এ সময় শহরের পান্থাপাড়ার কিছু যুবক রাশেদকে এলোপাথারি মারধর করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে মায়ামনি-থানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয় শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

** গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।