ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পৃথিবীতে কোনো সরকারই শেষ সরকার নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, ডিসেম্বর ৩০, ২০১৪
পৃথিবীতে কোনো সরকারই শেষ সরকার নয় ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পৃথিবীতে কোনো সরকারই শেষ সরকার নয়’ মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশে এ সরকারই শেষ সরকার নয়, আগামীতে আরো সরকার আসবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘মুসলিম লীগের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।



বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমানে এ দেশে একটি অনির্বাচিত সরবকার ক্ষমতা দখল করে রয়েছে। জনগণ তাদের ভোট দেয়নি। তারা জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। আবার তারা একটি বিরোধী দলও সৃষ্টি করেছে।

বর্তমান সরকার জনগণের টাকায় এ বিরোধীদলকে লালন-পালন করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রহীন রাজনীতি চলছে। রাজনীনিতে কারো কথা বলার অধিকার নেই, মিছিল-সমাবেশ করার অধিকার নেই। এ ভাবে দেশের রাজনীতি চলছে।
 
সাবেক এ রাষ্ট্রপতি আরো বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, কিন্তু কি লাভ হয়েছে? দেশে এখন গণতন্ত্র নেই।
 
‘বর্তমান সরকার সব দিক থেকেই ব্যর্থ’ -মন্তব্য করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, শাজাহান পুরের ওয়াসার পাইপে পড়া শিশুটি উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার। এখানেও সরকার ব্যর্থ হয়েছে।  

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব কাজী আবুল খায়ের, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, এ বি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।