ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণে শোকসভা

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ডিসেম্বর ৩০, ২০১৪
বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণে শোকসভা মাকসুদুল আলম

ঢাকা: রাজধানীতে বিজ্ঞানী মাকসুদুল আলম (৬০) স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জিগাতলায় অবস্থিত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে এ শোকসভা অনুষ্ঠিত হয়।



জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈমের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মঞ্জুরুল আলম।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জুনায়েদ শফিক প্রমুখ।

বিজ্ঞানী মাকসুদুল আলম গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভার ও ফুসফুসজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুর পর তাকে হাওয়াইয়ে সমাহিত করা হয়েছে।

শোকসভায় বাংলানিউজের পক্ষ থেকে মৃত্যুর পর বিজ্ঞানী মাকসুদুল আলমকে কেন বাংলাদেশে সমাহিত করা হয়নি জানতে চাইলে পাট গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মঞ্জুরুল আলম জানান, তার (মাকসুদুল আলম) ইচ্ছা অনুসারে, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে।

বক্তারা বলেন, ড. ইউনূসের পর বহির্বিশ্ব বিজ্ঞানী মাকসুদুল আলমকেই চেনে। তার আবিষ্কৃত পাটের জিনের স্বত্ত্ব নিজ নামে না করে তিনি পাট গবেষণা ইনস্টিটিউটের নামে করেছেন। পৃথিবীতে এটি একটি বিরল ঘটনা।

তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বিজ্ঞানী মাকসুদুল আলমকে তাদের দেশে অবস্থান করে গবেষণার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তিনি তা করেননি।   দেশে থেকেই গবেষণা করেছেন।

শোকসভায় বক্তারা বিজ্ঞানী মাকসুদুল আলমের নামে বিজ্ঞান বিষয়ক ইনস্টিটিউট গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।