নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এনায়েত হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের হানিফ মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত হাতিয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কয়েক মাস ধরে প্রায় ৪০ জন শ্রমিক চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের ‘সুয়ানী বাড়ী’র আমেরিকা প্রবাসী হানিফ সুয়ানীর একটি তিন তলা ভবনের নির্মাণ কাজ করছেন।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ভবনের তৃতীয় তলার ছাদ নির্মাণের কাজ করছিলেন। দুপুরে আকস্মিক তৃতীয় তলার ছাদ ধসে পড়লে ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এনায়েতের মৃত্যু হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪