লক্ষ্মীপুর: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে শিবির।
এদিকে, জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রায়পুর শহরে ও কমলনগরের হাজিরহাটে শিবিরের ঝটিকা মিছিল বের হয়। তবে, পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়া বাংলানিউজকে জানান, জামায়াত নেতার রায় ও হরতালকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন সহিংসতা এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪