ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নতুন আইজিপি শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ডিসেম্বর ৩০, ২০১৪
নতুন আইজিপি শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজীর একেএম শহিদুল হক , বেনজীর আহমেদ ও আসাদুজ্জামান মিয়া

ঢাকা: পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল হককে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া।

সিআইডি প্রধান মোখলেছুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।  

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে বলা হয়, এই আদেশ ৩১ ডিসেম্বর বিকেল থেকে কার্যকর হবে।

নতুন আইজিপি একেএম শহীদুল হক ১৯৫৯ সালের ১ ফেব্রুয়ারি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। ক্যাডার সার্ভিসে যোগদান করেন ১৯৮৬ সালের ২১ জানুয়ারি। অতিরিক্ত আইজিপি হিসেবে গ্রেড ওয়ানে পদোন্নতি পান ২০১৩ সালের ১৮ জুলাই।

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ক্যাডার সার্ভিসে যোগ দেন ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান ২০১৩ সালের ১০ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

** থার্টিফাস্টে জমায়েত নয়, অনুষ্ঠান হবে না উন্মুক্ত স্থানে
** নবনিযুক্ত আইজিপি এ কে এম শহীদুল হকের জীবন বৃত্তান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।