ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, ডিসেম্বর ৩০, ২০১৪
কুষ্টিয়ায় সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তাসহ আটক ৩ ছবি : প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সেনাবাহিনীর ভুয়া সেকেন্ড লেফটেন্যান্টসহ ৩ প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) ।

আটকরা হলেন- কুষ্টিয়ার কুমারখালীর জয়নাবাদ বাসিন্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুব হোসেন সবুজ, যশোর কোতোয়ালি থানার নওদাগা গ্রামের জসিম মোল্লার ছেলে মিন্টু হোসেন ও খয়েরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন।



সোমবার গভীর রাত পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর নকল পরিচয়পত্র, নগদ ৩৩ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে চারটায় শহরের এনএস রোডের মৌবনের সামনে থেকে ভুয়া সেকেন্ড লেফটেন্যান্ট মাহাবুব হোসেন সবুজ(১৯) এবং মিন্টু হোসেনকে(৩৩) আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া সেকেন্ড লেফটেন্যান্টের পরিচয় পত্রসহ কয়েকটি চাকরি প্রার্থীর ছবিযুক্ত বায়োডাটা, ৩৩ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তাদের স্বীকারোক্তিতে সোমবার দিনগত রাত ৩টার দিকে মজমপুরের শিল্পী হোটেলের সামনে থেকে আনোয়ার হোসেন(২৫) নামে প্রতারক চক্রের আরো এক সদস্যকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সেনা, বিমান, নৌ ও পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অনেক পরিবারকে নিঃস্ব করে আসছিলেন বলে দাবি করেছে র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।