ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ডিসেম্বর ৩০, ২০১৪
জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবে না ছবি: জাহিদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ড়যন্ত্র অতীতেও ছিলো এখনো আছে। দেশ হিসেবে বিজয় অর্জনের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে।

তবে কোনো ভাবেই এ দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা অক্সফাম ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের উদ্যোগে ‘ইয়ুথ পার্লামেন্ট অব রাইট টু ফুড’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, জঙ্গিবাদের উত্থান হলে দেশ, জাতি ধ্বংস হয়ে যাবে, নিঃশ্বেষ হয়ে যাবে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দিকে তাকালেই তা বুঝা যায়,  জঙ্গি হামলায় কীভাবে দেশটিকে তছনছ করে দিচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অন্যতম কাজ হচ্ছে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বর্তমানে তাই বিরাজ করছে।

খাদ্যে নিরাপত্তার জন্য আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, স্বাধীনতার পর দেশ অনেক দূর এগিয়েছে। এখন আর কাউকে না খেয়ে মরতে হয় না।

তিনি বলেন, দেশের উন্নতি হয়েছে। মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, শুধু মন্ত্রী-এমপি নয়, কৃষকের মুখে ও চেহারায় উজ্জ্বলতা থাকলেই বুঝতে হবে-দেশে সত্যিকারের উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অক্সফামের কান্ট্রি ম্যানেজার মনিসা বিশ্বাসও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।