ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সরকারের সদিচ্ছার অভাবেই কার্যকরী হচ্ছে না উপজেলা পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ডিসেম্বর ৩০, ২০১৪
সরকারের সদিচ্ছার অভাবেই কার্যকরী হচ্ছে না উপজেলা পরিষদ ছবি: রেহানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের সদিচ্ছার অভাবেই উপজেলা পরিষদকে কার্যকরী করা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী  ঘোষণা দেওয়ার পরও কার্যকরী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা।

ফলে, স্থানীয় উন্নয়নও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত এবং হস্তান্তরযোগ্য বিষয়াবলী কার্যকরীকরণ: গবেষণার আলোকে পর্যালোচনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ সব অভিযোগ করেন।

বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য’ ও ‘গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম’ এ আলোচনা ‍সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ ফাউন্ডেশন অব বাংলাদেশ, নারী কমিটির সভাপতি রাশেদা আক্তার বলেন, আমরা মুখে বার বার বললেও কাজের সময়ে কোনো কাজ করি না। আমরা কার কাছে কথা জানাবো! আমাদের তো কোনো কর্তৃপক্ষ নেই! কিন্তু, এ অবস্থা চলতে থাকলে স্থানীয় পর্যায়ে সেবা ভেঙে পড়বে।

বক্তারা অভিযোগ করে বলেন, অনেক সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো বরাদ্দ দেওয়া হয় না। বলা হয়, স্ট্যান্ডিং কমিটি না করলে কোনো বরাদ্দ দেওয়া হবে না।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ হচ্ছে কিনা তার পর্যবেক্ষণ ও তদারকি বাড়ানো উচিত। আমরা কাজ করতে চাই। কিন্তু, বিভিন্ন কারণে পিছু হটতে হয়।  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব (উপজেলা) সবুর হোসেন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইতিবাচক কাজ হচ্ছে। আমরা দক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করছি। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আন্তরিক হলে উপজেলা পরিষদকে শক্তিশালী করা সম্ভব বলেও মনে করেন উপসচিব।
তিনি জানান, নারীদের উন্নয়নের জন্য জেলা ও উপজেলায় ‘নারী ফোরাম’ গঠন করা হয়েছে। এতে নারীদের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
 
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে, সবার মধ্যে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তাই, সরকারের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। স্থানীয় সরকারের উন্নয়নের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।