ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-লরি সংঘর্ষ, নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:২৫ পিএম, এপ্রিল ৮, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-লরি সংঘর্ষ, নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চার যাত্রী।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জেলান নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।  

আহতরা হলেন- অটোরিকশাচালক মিজানুর রহমান, যাত্রী সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটা অটোরিকশায় করে পাঁচ যাত্রী চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সবাই আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যান।  

তিনি আরও বলেন, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও লরিসহ চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএ

বাংলাদেশ সময়: ৩:২৫ পিএম, এপ্রিল ৮, ২০২৫
Sheuli
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।