ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, মার্চ ৩১, ২০২৫
পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

পটুয়াখালী: জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় আতশবাজি বিস্ফোরণে মো. রাফি নামের এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।  

রবিবার (৩১ মার্চ) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

৮ বছর বয়সী নিহত রাফি ওই এলাকার ব্যবসায়ী মো. মনির হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাফি সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আতশবাজি ফোটাতে যায়। পরিবারের সদস্যরা তাকে এ কাজে নিষেধ করলেও সে খেলতে চলে যায়। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা দেখতে পান, রাফির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে।  

দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আতশবাজির বিস্ফোরণে ধাতব অংশ রাফির গলার শ্বাসনালীতে প্রবেশ করায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।