ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগ ‌‍‍‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগ ‌‍‍‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ঢাকা: ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি গ্রহণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

স্নিগ্ধ বলেন, শহীদ পরিবারের পাশে বাংলাদেশ নামে ইতোমধ্যেই আমাদের একটি প্রোগ্রাম চালু করা হয়েছে। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি, যেন প্রত্যেকটি বিভাগ পর্যায়ে গিয়ে আমরা শহীদ পরিবারের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পারি। আমরা নতুন একটি কর্মসূচি হাতে নিয়েছি, যেটি হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি দেশের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রহণ করা হবে। প্রতিটি জেলায় আমাদের যে আহত ভাই-বোন রয়েছে, তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে। বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মো. জাহিদ হোসাইন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।