ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

কিশোরগঞ্জে তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যপাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর।

নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্য জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।