ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার

ঢাকা: চলতি বছরের আড়াই মাসে সিলেটে ২৯ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশ। শুধু মার্চ মাসের ১৫ দিনে ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সিলেটেও চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েছে। এরইমধ্যে কয়েকটি উপজেলায় ডাকাতি হয়েছে। ফলে ডাকাতি বেড়ে যাওয়ায় তৎপরতাও বাড়িয়েছে পুলিশ।

তিনি আরও জানান, গত ১৫ মার্চ রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই দিন জকিগঞ্জ থেকে রাসেল আহমদ রাসু ডাকাতকে গ্রেপ্তার, আগের দিন ১৪ মার্চ রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। ১১ মার্চ রাতে বালাগঞ্জ থেকে আবুল হোসেন নামে এক ডাকাত ও ৯ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামে অপর এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ১ মার্চ বিশ্বনাথ থেকে গ্রেপ্তার হয় আবদুল মুমিন নামের এক ডাকাত সদস্য। এছাড়া জানুয়ারি মাসে ১৩ জন ও ফেব্রুয়ারিতে ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।