ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বনানী সড়ক থেকে সরে গেলেন শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, মার্চ ১০, ২০২৫
বনানী সড়ক থেকে সরে গেলেন শ্রমিকরা

ঢাকা: প্রায় সাড়ে ৬ ঘণ্টা অবরোধ অবস্থানে থাকার পর সড়ক থেকে সরে গেলেন শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকাল ৭টা থেকে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিচারের দাবিতে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা।

সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক গুলশান ডিভিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, আজ সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরপর পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।

নিহতের নাম মিনারা আক্তার। এ ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা ইনকামিং/আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। এছাড়া পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।

এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২ - গুলশান ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং এ চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মফিজুল ইসলাম বলেন, বনানীতে সড়ক অবরোধের কারণে চতুর্দিকে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে গুলশান সহ আশেপাশের অলি-গলিতেও যানজট দেখা গেছে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যানবাহন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।