ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, মার্চ ৯, ২০২৫
ধর্ষণের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন ধর্ষণের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুর: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে সারাদেশের মতো মেহেরপুরে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (০৯ মার্চ) দুপুর ১টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সাব্বির আহমেদ, শিহাব উদ্দিন সৈকত, অ্যাডভোকেট মিজানুর রহমান, খন্দকার মুইজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সংগঠক আসিফ রাব্বি।

মানববন্ধন থেকে সেøাগান দেওয়া হয় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ ইত্যাদি।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৯ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।