বরগুনার বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের দক্ষিণ ঠুডাখালী নদীর তীর থেকে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে শুক্রবার (৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানোর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার মরহুম মোসলেম খানের ছেলে রাজু খান (২৬), বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের খালেক খানের ছেলে হোসেন খান (২৫), সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের গণি আকনের ছেলে সজীব আকন (২৭) ও শাহজালাল আকন (২৫)।
তাদের প্রত্যেকের নামে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসআরএস