ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ১০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মার্চ ৫, ২০২৫
আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ১০ দোকান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

 

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে বানা বাজারের সিরু মিয়ার ফার্মেসি ও তার আশপাশের মুদি দোকানসহ ১০টি দোকানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার আসলাম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে দশটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।