ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে বালিভর্তি বস্তার নিচে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মার্চ ৩, ২০২৫
কুমারখালীতে বালিভর্তি বস্তার নিচে মিলল শিশুর মরদেহ শিহাবের স্বজনদের আহাজারি

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে বালিভর্তি বস্তা দিয়ে চাপা দেয়া অবস্থায় শিহাব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুরে এ মরদেহ পাওয়া যায়।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
নিহত শিহাব ঘোষপুরের রতন শেখের ছেলে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর সে মা তাসলিমা খাতুনের সাথে সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে থাকতো। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল শিহাব।  

নানা আকাতুল্লাহ প্রামাণিক জানান, শিহাব প্রতিদিন গরু নিয়ে মাঠে যেতো। বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরে। তখন বিছানার নিচ থেকে ৫০০ টাকা নিয়েছে কি না জানতে চাইলে সে তা স্বীকার করে এবং জানায় ২০০ টাকা খরচ করে ফেলেছে। পরে বাকি ৩০০ টাকা নিয়ে সে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।

আজ সোমবার (০৩ মার্চ) বাড়ির অদূরে একটি মাঠে স্তুপ করা বালির বস্তার নিচে চাপা দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মা তাসলিমা খাতুন জানান, পাশেই তার বাবার বাড়ি। বেশির ভাগ সময় সেখানেই থাকতো শিহাব। সেদিন (বৃহস্পতিবার) বাড়ি থেকে বের হওয়ার পর তারা ভেবেছিলেন ছেলেটি খালা কিংবা ফুপুর বাড়িতে গেছে। কিন্তু একদিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বিলাপ করতে করতে তাসলিমা বলেন, ওর বাপ আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছগ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোনো রকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকব।

কুমারখালী থানার (ওসি) সোলাইমান শেখ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।