ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ওরস ঠেকাতে লাঠি মিছিল, পুড়িয়ে দেওয়া হলো মাজার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৪২ এএম, মার্চ ১, ২০২৫
ওরস ঠেকাতে লাঠি মিছিল, পুড়িয়ে দেওয়া হলো মাজার 

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পীর রহিম শাহ ভাণ্ডারির মাজার ভাঙচুর করাসহ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় একদল উত্তেজিত লোক।  

মাজারে আক্রমণকারীদের ‘একাংশ সিরাতুল মুস্তাকিম পরিষদ’ নামে একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে ওরসের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে একটি লাঠি মিছিল বের করেন ওই সংগঠনের লোকজন। পরে মিছিল থেকে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।  

মাজারে অগ্নিসংযোগকারীদের অভিযোগ, উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় রহিম শাহ বাবা ভাণ্ডারির মাজারে প্রতি বছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীল কর্মকাণ্ড চলে। এর প্রতিবাদ করলেও তারা সেটি বন্ধ না করে ১৭ থেকে ১৯ ফাল্গুন (২ থেকে ৪ মার্চ) পর্যন্ত বাৎসরিক ওরসের আয়োজন করে কর্তৃপক্ষ। সেটির প্রতিবাদে আজ লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী এবং আমরা এসেছি। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসএএইচ

বাংলাদেশ সময়: ১:৪২ এএম, মার্চ ১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।