ঢাকা: রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে তিনটি ‘বোমাসদৃশ’ বস্তু পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে এমন সংবাদ পেয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বেলা পৌনে ২টার দিকে বলেন, আনন্দ সিনেমা হলের সামনে বোমাসদৃশ বস্তু আছে। এমন সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তিনটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এজেডএস/এসএএইচ
Sayed Al Hasan Shimul