ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে রাবার গুদামের আগুন নির্বাপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩২, ফেব্রুয়ারি ৫, ২০২৫
হাজারীবাগে রাবার গুদামের আগুন নির্বাপণ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি রাবার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৪৪ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ২টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।