ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ফেব্রুয়ারি ৩, ২০২৫
বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তাররা।

বগুড়া: আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ও সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া পৌর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য খামারকান্দি গ্রামের মেহেদী হাসান (৩৫), মাটিডালী এলাকার রিমন রহমান কাঞ্চন (২৫), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ (২৭), ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল (৪০)।

সদর থানার ওসি জানান, গত ৫ আগস্টের পর তাদের নামে একাধিক মামলা হয়। গ্রেপ্তারের পর সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।