ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বুধবারও চলছে না ট্রেন, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:১৬ এএম, জানুয়ারি ২৯, ২০২৫
বুধবারও চলছে না ট্রেন, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির বাস

ঢাকা: পেনশন ও আনুতোষিক সুবিধার জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেননি বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বুধবারও (২৯ জানুয়ারি) সারা দেশে বন্ধ থাকছে ট্রেন চলাচল।

তবে মঙ্গলবারের (২৮ জানুয়ারি) মতো বুধবারও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির বাস।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

বার্তায় বলা হয়, রানিং স্টাফের ধর্মঘটের কারণে দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে৷

বার্তায় যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের গন্তব্যে পৌঁছাতে মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করে রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এসসি/আরবি

বাংলাদেশ সময়: ১:১৬ এএম, জানুয়ারি ২৯, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।