ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জানুয়ারি ২৮, ২০২৫
বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে দুই ট্রাকের সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালের দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকচালকের সহকারী (হেলপার) ছিলেন।

জানা গেছে, সকালে নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকে করার চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে আরেক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার রাজু ঘটনাস্থলেই নিহত হন।  

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, চালকের বেপরোয়া গতি তোলা ও সড়কে ওভারটেক করার অসতর্কতাই এ দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।