জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরে মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে, এমন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে তেঘরিয়া এলাকায় মৃত বাবর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে করে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এএটি