ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে৷ নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের ছেলে৷ 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল।

 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন৷ পরে তাকে বেঁধে মারধর করলে ঘটনাস্থলে মারা যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।