নাটোর: নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপভ্যান থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের মো. শমসের আলীর ছেলে মো. জামসেদ আলী প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের মো. জামাত আলীর ছেলে মো. শামসুদ্দিন (৩৮)।
ভুক্তভোগী জামশেদ প্রামাণিক ও শামসুদ্দিন বাংলানিউজকে জানান, আজ দুপুরের দিকে তারা কুষ্টিয়া, ঈশ্বরদী ও লালপুরে মাছ বিক্রি করে পিকআপভ্যান করে গোপালপুর ও বনপাড়া হয়ে নাটোরে ফিরছিলেন। পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত তাদের পথরোধ করে প্রথমে পিকআপভ্যানের চাবি ছিনিয়ে নেয়।
পরে ধারালো চাকু দেখিয়ে জিম্মি করে তাদের কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় আশপাশে চিৎকার করলেও কোনো লোকজনকে পাওয়া যায়নি। পরে বিষয়টি ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন তারা।
লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুমন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএ