সিলেট: মাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির জের ধরে সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫/৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজারে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আহমদ গণমাধ্যমকে বলেন, মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এনইউ/এমজেএফ