ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
শিবচরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাইড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- একই গ্রামের জলিল মোড়ল (৪৫), সুমি আক্তার (৪৯) ও শারু বিবি (৬০), মোতালেব হাওলাদার (৪৫), কোহিনুর বেগম (৩৫)। বাকিদের নাম জানা যায়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোতালেব হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জলিল মোড়লের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।