ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ লুট

অতিথি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
সাভারে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ লুট

সাভার (ঢাকা): ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি পিকআপ লুট করেছে ডাকাতরা। এ সময় চালকের সহযোগীকে নিয়ে যায় তারা।

এখন পর্যন্ত চালকের সহযোগীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে এ ডাকাতির ঘটনা ঘটে। পিকআপের হেলাপারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জের ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক ভুক্তভোগী ব্যবসায়ী টিটু সাহা বাংলানিউজকে বলেন, গতকাল সোনারগাঁও এর মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকার সয়াবিন তেল ৬০টি ড্রামে করে পিকআপে তোলা হয়। পরে রাতে সয়াবিন তেল নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা করে চালক ও চালকের সহযোগী। তারা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌঁছলে ৮-১০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে চালকের সহযোগীসহ পিকআপটি লুট করে নিয়ে যায়।

পিকআপ চালক আমিনুল ভুঁইয়া বলেন, আমরা গতকাল রাতে মেঘনা মিল থেকে সয়াবিন তেল লোড করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হই। ভোর ৪টার দিকে আমরা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে পৌঁছালে একটি মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। পরে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাদের গাড়ির কাগজ চায়। গাড়ির কাগজ বের করে দিলে ৮-১০ জন এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হেলপারসহ পিকআপটি লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হেলপারের কোনো খোঁজ পাওনা যায়নি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত তেলের পিকআপ লুট হওয়ার কোনো অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।