ঢাকা: রাজধানীর মিরপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেপ্তাররা হলেন—মো. নান্নু (৪১), মো. কাজী ফয়সাল (৩৫) ও মো. বশির মোল্লা (৪৪)।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের লাভ রোড থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
বুধবার (০৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের লাভ রোডের মাথার এলাকায় অভিযান চালনো হয়। অভিযান চালায় ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেপ্তারদেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ডিসি তালেবুর আরও জানান, গ্রেপ্তাররা মিরপুর, দারুসসালাম ও গাবতলী এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এমএমআই/এমজেএফ