ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে সেখানকার সেনা জোন।

অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট (গানার) হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্যাশি করে সিগারেটগুলো জব্দ করে। এসবের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। চোরাচালানে সম্পৃক্তদের আটক করা সম্ভব হয়নি। জব্দ সিগারেটগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।