ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ৩০ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
নরসিংদীতে ৩০ মামলার আসামি গ্রেপ্তার গ্রেপ্তার আসামি

নরসিংদী: নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূইয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান।

এর আগে রোববার রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোককে ব্যবসায়ীকে মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদরাসার নির্মাণ কাজে ও রড সিমেন্ট দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করে। এছাড়া অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের রড সিমেন্ট দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যায়। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে সে গা ঢাকা দেয়।

তিনি আরও জানান, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।