ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মৃত আত্মীয়কে দেখতে যাওয়া হলো না হারুনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
মৃত আত্মীয়কে দেখতে যাওয়া হলো না হারুনের

যশোর: আত্মীয়ের মৃত্যুর খবর শুনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হারুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার পরিবারের আরও সাতজন।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় যশোর-মাগুরা সড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

হারুন যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।  

আহতরা জানিয়েছেন, ঝিকরগাছায় এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা গ্রামের একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সেখানে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে আহত হন অটোরিকশায় থাকা আটজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- বাচ্চু (৫০), বাচ্চুর স্ত্রী রোজিনা (৩৫), ছেলে বক্কার (৮), আশাদুলের স্ত্রী নাছিমা (৫০), আকবরের ছেলে শামিম (৩২), শফিয়ারের ছেলে লিটন (২৮) ও কাশেমের ছেলে ফারুক (৪৫)।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।