ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মিলল মরদেহ, স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জানুয়ারি ৫, ২০২৫
বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মিলল মরদেহ, স্বামী গ্রেপ্তার

নীলফামারী: বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মুক্তা (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুক্তার স্বামী মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।  

মুক্তা শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে। মুক্তা স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দীন।

মুক্তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর  শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই রানা তার স্ত্রী মুক্তার ওপর নির্যাতন শুরু করেন। শনিবার রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন মুক্তা। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

মুক্তার ভাই মো. সাইদুল বলেন, এটি পরিকল্পিত হত্যা। আমার বোনের জামাই নেশাগ্রস্ত। বোনকে মেরে ফেলা হয়েছে।

ওসি ফইম উদ্দীন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের বিছানায় নববধূর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী রানাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন।  


বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।