ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুর মেডিকেলের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
দিনাজপুর মেডিকেলের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা 

দিনাজপুর: দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে দিবাকর দাস (৪৮) নামে চিকিৎসাধীন এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এর আগে ২ নভেম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন দিবাকর।  

মৃত দিবাকর জেলার বীরগঞ্জের সুজালপুর মাস্টার পাড়ার বাসিন্দা সীতানাথ দাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন দিবাকর। গত ২ জানুয়ারি ব্রেন স্ট্রোক করলে তাকে  পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখান থেকে স্থানান্তর করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে। শনিবার বিকেলে সবার অগোচরে মেডিসিন ওয়ার্ডের ভবন থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান দিবাকর।

বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান নিশ্চিত করেছেন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ