ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৪৯০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।