ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় নিশান আহমেদ (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নিশান একই উপজেলার শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত যুবকের নাম আশিক (২১)। তিনি একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ব্যবসায়ী আশিক ও ম্যানেজার নিশান মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া স্থানে এলে পাটকাঠি বোঝাই আলমসাধুকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরোহী নিশান নিহত হন। গুরুতর আহতাবস্থায় আশিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।