ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
নাটোরে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা বড়াইগ্রামে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা করার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার মেসার্স কুণ্ড ব্রিকস ও মানইর এলাকার মেসার্স এন এম পি ব্রিকস নামে দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।  

এ সময় পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ভাটা মালিকরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার মেসার্স কুণ্ড ব্রিকস-এর মালিক সুকুমার কুণ্ডু ও একই উপজেলার মানইর এলাকার মেসার্স এন এম পি ব্রিকস-এর মালিক মো. এনামুল হক।

রাতে পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত দুই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গড়মাটি এলাকার মেসার্স কুণ্ড ব্রিকস-এর মালিক সুকুমার কুণ্ডুকে ৪ লাখ টাকা ও মানইর এলাকার মেসার্স এন এম পি ব্রিকস-এর মালিক মো. এনামুল হককে ৩ লাখ টাকাসহ মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ সুরক্ষায় নাটোর জেলার ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।